Agri-Advisory Portal কৃষি পরামর্শক বাতায়ন
Agri-Advisory Portal কৃষি পরামর্শক বাতায়ন
Bangladesh Agricultural Research Council (BARC) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
Bangladesh Agricultural Research Council (BARC) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
Ministry Of Agriculture কৃষি মন্ত্রণালয়
Ministry Of Agriculture কৃষি মন্ত্রণালয়

Presently, the country is facing many different challenges like rapid population growth, loss of arable land, minimizing yield gaps, increasing resource use efficiency and developing resilience to climate change impacts. So, there is an urgent need to develop more efficient and sustainable agricultural production systems for raising productivity, profitability and higher growth. Realizing the importance of the problem, Bangladesh Agricultural Research Council (BARC) under financial support from Krishi Gobeshona Foundation (KGF) is carrying out investigation in assessing the land potential for high agricultural output under different crops/cropping patterns in the selected upazilas. Thus, upazila land and soil information along with climate and inundation is an important component of the project. Socio-economic component considered to be an influencing factor for adoption of agricultural technology in the farmer’s field is also considered.

The purpose of the study is to develop a system for attaining best and sustainable use of scarce land and water resources for crop production through geographical information System (GIS) based technology at the upazila level. GIS based approach for land use suitability assessment and crop zoning will assist in identifying land capable of producing high agricultural output and for expansion of cultivated land for a range of nominated crops. The upazila level land suitability assessment and crop zoning information enables knowledge based decisions for sustainable agricultural development hence ensures increase of food production and maximize the farmers’ income.

বর্তমানে দেশের কৃষি ব্যবস্থা বহুবিধ চ্যালেঞ্জের সম্মুখীন যেমন, দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি, আবাদযোগ্য জমি হ্রাস, গবেষণার সাথে মাঠ পর্যায়ে ফলনের পার্থক্য, ভূমি ও মৃত্তিকা সম্পদ এবং কৃষি উপকরণের কার্যকর ও সঠিক ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি। এজন্য ফসলের অধিকতর উৎপাদনশীলতা, লাভজনকতা এবং অধিক উৎপাদন নিশ্চিত করতে একটি দক্ষ এবং টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা জরুরি প্রয়োজন। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর অর্থায়নে ৩০০ টি উপজেলায় শস্য/ শস্য বিন্যাসের অধিকতর উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে সম্ভাব্য ভূমি সনাক্তকরণ ও ক্রপ জোনিং এর কার্যক্রম বাস্তবায়ন করছে। ভূমির উপযোগিতা নিরুপন ও ক্রপ জোনিং এর জন্য ভূমি ও মৃত্তিকা, জলবায়ু এবং প্লাবনের তথ্য প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। চাষী পর্যায়ে কৃষি প্রযুক্তি গ্রহণ করার ক্ষেত্রে আর্থ-সামাজিক অবস্থা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিধায় ফসলের আর্থিক লাভ বিষয়ক তথ্য বিবেচনা করা হয়েছে।

এ প্রকল্পের উদ্দেশ্য হলো, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ভিত্তিক একটি অ্যাপ্লিকেশন সিস্টেম প্রস্তুত করা যার মাধ্যমে ভূমি ও পানি সম্পদের সর্বোত্তম ও টেকসই ব্যবহার নিশ্চিত করে উপজেলা পর্যায়ে অধিক ফসল উৎপাদন করা। জিআইএস ভিত্তিক ভূমি ব্যবহার উপযোগিতা নির্ধারণ ও ক্রপ জোনিং সিস্টেম অধিকতর কৃষি উৎপাদনে সক্ষম ভূমি সনাক্তকরণ ও নির্বাচিত ফসল সমূহের সম্প্রসারণে সহায়তা করবে। উপজেলা পর্যায়ে ভূমির উপযোগিতা নিরুপন ও ক্রপ জোনিং তথ্য কৃষির উন্নয়নে বিবেচনা প্রসূত/ বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে, ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে ও কৃষকের সর্বাধিক আয় নিশ্চিতে সাহায্য করবে।