Agri-Advisory Portal কৃষি পরামর্শক বাতায়ন
Agri-Advisory Portal কৃষি পরামর্শক বাতায়ন
Bangladesh Agricultural Research Council (BARC) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
Bangladesh Agricultural Research Council (BARC) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
Ministry Of Agriculture কৃষি মন্ত্রণালয়
Ministry Of Agriculture কৃষি মন্ত্রণালয়

The agri-advisory portal developed under Crop Zoning Project of Bangladesh Agricultural Research Council is an ICT enabled bi-lingual platform for demand-driven technology information and advisory services in agriculture. Also, it acts as a gateways to knowledge based information related to agriculture and allied discipline. Further, it will provide platform for all stakeholders (farmers, private sector and the Government, research scholars) to access information, avail services, collaborate and share knowledge. The ultimate goal of this portal is to integrate agricultural stakeholders together for better production planning for farmers and other agricultural producers. Also the portal facilitates location specific information for what is where, providing access to distributed data and other information, disseminating spatial information, and conducting GIS analysis.

কৃষি-পরামর্শক বাতায়ন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) কর্তৃক বাস্তবায়িত ক্রপ জোনিং প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে। এটি আইসিটিভিত্তিক একটি দ্বৈত ভাষার প্ল্যাটফর্ম যার মাধ্যমে প্রয়োজন মাফিক কৃষি প্রযুক্তি বিষয়ক পরামর্শমূলক সেবা পাওয়া যাবে। এটি কৃষি এবং কৃষিক্ষেত্রের সংগে সংশ্লিষ্ঠ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রাপ্তির গেটওয়ে হিসেবেও কাজ করবে। এছাড়াও, কৃষি-পরামর্শক বাতায়নটি কৃষক, বেসরকারী প্রতিষ্ঠান, সরকারী সংস্থা, গবেষক এবং অন্যান্য উপকারভোগিদের জন্য প্রয়োজনীয় তথ্য প্রাপ্তি, গুরুত্বপূর্ণ তথ্য প্রাপ্তিতে সহযোগিতা এবং তথ্য বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

উক্ত কৃষি পরামর্শক বাতায়নটির চূড়ান্ত লক্ষ্য হলো, কৃষি উপকারভোগির সমন্বয়ের মাধ্যমে কৃষক এবং কৃষি উৎপাদন সংশ্লিষ্ট অন্যান্য পর্যায়ে উৎপাদন পরিকল্পনায় সহায়তা করা। এছাড়াও, এ কৃষি পরামর্শক বাতায়নটি নির্দিষ্ট এলাকার তথ্যাবলী সরবরাহ, তথ্য-ভান্ডার থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা, স্থানিক তথ্য এবং জিআইএস এর ব্যবহার উপযোগি প্রয়োজনীয় তথ্য প্রাপ্তির সুযোগ সৃষ্টি করা।