Agri-Advisory Portal কৃষি পরামর্শক বাতায়ন
Agri-Advisory Portal কৃষি পরামর্শক বাতায়ন
Bangladesh Agricultural Research Council (BARC) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
Bangladesh Agricultural Research Council (BARC) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
Ministry Of Agriculture কৃষি মন্ত্রণালয়
Ministry Of Agriculture কৃষি মন্ত্রণালয়

CZIS is a web GIS based system developed for providing crop suitability information to different stakeholders including farmers on the choice of rotation of their crops that ensures the increase of food production and maximizes income. It is composed of a number of functional module i.e. edaphic, agro-climate, inundation and economic factors. In CZIS, upazila land and soil resources database (1:50,000 scale) is used considering its importance toward local level agricultural production planning. The analysis is carried out to assess bio-physical limitations in order to derive production potential of crops/cropping patterns. Alongside, the socio-economic considerations is also taken into account thus providing a spatial and integrated ecological-economic planning approach toward sustainable agricultural development.

The output provided by the software can be used by the agricultural scientists, extensionists, planners, decision makers and farmers in optimizing land resources utilization and thereby increase production and maximize the benefits. The CZIS software is a comprehensive crop suitability assessment tool; with scope to generate updated land type using the digital elevation model (DEM) as well. Further, the user may opt to derive economically best suitable cropping pattern to get the best out of land utilization.

CZIS একটি ওয়েব জিআইএস ভিত্তিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে কৃষক এবং অন্যান্য উপকারভোগি সংস্থাগুলো প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শস্য/শস্য বিন্যাসের উপযুক্ততার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন, যা খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং অধিক আয় নিশ্চিত করার ক্ষেত্রে সহায়ক হবে। এটি বেশ কয়েকটি কার্যকরী মডিউল যেমন, ভূমি ও মৃত্তিকা, কৃষি-জলবায়ু, প্লাবন এবং অর্থনৈতিক বিষয়াবলির সমন্বয়ে গঠিত। CZIS এ স্থানীয় পর্যায়ে কৃষি উৎপাদন পরিকল্পনার গুরুত্ব বিবেচনা করে উপজেলা ভূমি এবং মৃত্তিকা সম্পদ ডাটাবেস (১:৫০,০০০ স্কেল) ব্যবহার করা হয়েছে। এখানে বায়োফিজিক্যাল লিমিটেশন এর মূল্যায়ন করে সঠিক শস্য/ শস্য বিন্যাসের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করা যাবে। পাশাপাশি, স্থানিক এবং একটি সমন্বিত পরিবেশগত-অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিতকরণের জন্য আর্থ-সামাজিক বিষয়টিও বিবেচনায় নেয়া হয়েছে।

উক্ত সফটওয়্যার ব্যবহার করে কৃষি বিজ্ঞানী, সম্প্রসারণবিদ, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণকারী এবং কৃষকেরা ভূমি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে লাভবান হতে পারবেন। CZIS সফটওয়্যারটি ফসল উপযুক্ততার মূল্যায়ন করার জন্য একটি সঠিক মাধ্যম, পাশাপাশি এই টুলসের সাহায্যে ডিজিটাল এলিভ্যশন মডেল ব্যবহার করে ভূমি শ্রেনী প্রস্তুত করা যাবে। তাছাড়া এ সফটওয়্যার এর সাহায্যে আর্থিকভাবে সবচেয়ে লাভজনক শস্য নির্বাচন করার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।