Agri-Advisory Portal কৃষি পরামর্শক বাতায়ন
Agri-Advisory Portal কৃষি পরামর্শক বাতায়ন
Bangladesh Agricultural Research Council (BARC) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
Bangladesh Agricultural Research Council (BARC) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
Ministry Of Agriculture কৃষি মন্ত্রণালয়
Ministry Of Agriculture কৃষি মন্ত্রণালয়

সারিতে বীজ বুনলে কম বীজ লাগে, সহজে আগাছা পরিস্কার করা যায়, গাছ বেশি আলো বাতাস পায় এবং সর্বোপরি উৎপাদন বাড়ে। এত সব সুবিধা থাকা সত্ত্বেও সারিতে বীজ বোনা কৃষকের মাঝে জনপ্রিয় হয়ে উঠেনি। সারিতে বীজ বুনতে হলে লাঙ্গলের ফলা বা অনুরূপ কিছু দিয়ে লাইন করে গর্ত করতে হয়, হাত দিয়ে ধীরে সহস্তে ছিটিয়ে বীজ বুনতে হয় এবং একটু চাপ দিয়ে লাইন করা গর্ত ঢেকে দিতে হয়। এ কাজগুলো করা কষ্টকর ও সময় সাপেক্ষ বলেই সারিতে বীজ বোনা জনপ্রিয় হয়ে ওঠেনি।

বীজ বপন যন্ত্র: দেশে বর্তমানে পাওয়ার টিলার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এসব পাওয়ার টিলার দিয়ে যাতে বীজ বোনা যায় সেজন্য পাওয়ার টিলার চালিত বীজ বপন যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। এ যন্ত্র দিয়ে চাষ করা জমি ছাড়াও চাষবিহীন অবস্থায় বেলে ও বেলে দোআঁশ মাটিতে ধান, গম, ভুট্টা, পাট, তৈলবীজ ও ডাল শস্য সারিতে বোনা যায়। মিটারিং ডিভাইজের উপর ভিত্তি করে দুই ধরনের বীজ বপন যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। যথা- ফ্লুটেড টাইপ ও ইনক্লাইন্ড প্লেট টাইপ।

Characteristics of Seeder: প্রধান বৈশিষ্ট্য::

  • Power tiller operated seeder (PTOS) is an appropriate technology which can utilize residual soil moisture for crop establishment
  • reduce turn around time
  • cost reduction and manage crop residue properly
  • Seed rate less 10-40 than traditional methods
  • Weeder can be used and 25 % less time and cost
  • যন্ত্রটি পাওয়ার টিলার চালিত।
  • এ যন্ত্র বীজকে নির্দিষ্ট স্থানে ও সঠিক গভীরতায় সুষমভাবে বপন করে।
  • এর মাধ্যমে ভাল অঙ্কুরোদগম এবং পর্যাপ্ত সংখ্যক চারাগাছ নিশ্চিত করা যায়।
  • এটি ব্যবহার করলে প্রচলিত পদ্ধতির চেয়ে প্রায় ১০-৪০ শতাংশ বীজ কম লাগে
  • ফলন ১০-১৫ শতাংশ বৃদ্ধি পায়।
  • সারিবদ্ধভাবে বীজ বপনের ফলে নিড়ানি যন্ত্র ব্যবহার করা যায়।
  • আন্ত:পরিচর্যা করার ক্ষেত্রেও ২৫ শতাংশ সময় ও খরচ কম লাগে।

Brief description of the seeder: যন্ত্রের বিবরণ:

  • Power requirement: Power tiller (12-16 Hp)
  • Number of seeding line: 4- 6 (line number adjustable)
  • Row spacing: 20 cm (Adjustable)
  • Breadth: 60-120 cm
  • Depth: 2-4 cm (Controlled)
  • Type of seed meter: Flute type (120 x 45 x 75 cm).
  • Inclined plate type (120 x 65 x 75cm)
  • Weight: Flute type: 50 kg.
  • Inclined plate type: 35 kg.
  • Efficiency: Flute type (0.15-0.20 ha/hr).
  • Inclined plate type (0.16-0.25 ha/hr)
  • Speed: 2-2.5 Km/hr.
  • Labour requirement: 6-8 number/hr/ha.
  • Capacity: 70%
  • প্রকার : পাওয়ার টিলার চালিত।
  • মাপ : ফ্লুটেড টাইপ ১২০ x ৪৫ x ৭৫ সেমি।
  • ইনক্লাইন্ড প্লেট টাইপ ১২০ x ৬৫ x ৭৫ সেমি।
  • ওজন : ফ্লুটেড টাইপ ৫০ কেজি।
  • ইনক্লাইন্ড প্লেট টাইপ ৩৫ কেজি।
  • সারি সংখ্যা: ৪-৬।
  • প্রয়োজনীয় শক্তি: ১২ অশ্বশক্তি পাওয়ার টিলার।

Function of seeder:

With sufficient soil moisture, this seeder acts as shallow tilling, seeding in line, fertilizing, seed covering at a line. Land should be well ploughed followed by laddering before using seeder in the field. Rotavator is not necessary for flute type seeder so lever should be kept in neutral position. Machine should be placed behind rotavator with nut bolt by opening of power tiller wheel. In case of inclined plate seeder, opening of the rotavator and fit in the power tiller. Line to line and depth should be depends on nature of crops. Recommended seed rate may be used in seeder with power tiller. Power tiller machine could be started in gear no. 2 of tiller and keep attention that seeds are placed properly in field through plastic tubes. At the end of field, power tiller seeder should be upright by handle and then sown seeds in next line. Always be kept attention that meter device round up.

Usages of seeder:

Wheat, maize, mungbean, chickpea, lentil, sesame, jute, groundnut and rice can be seeded using different type of inclined plate seed meter.

Fertilizer Management:

Granular composite fertilizer can be applied during seeding operation simultaneously. Alternatively, all basal fertilizers to be broadcasted just before start seeding operation.

কার্যপ্রণালী:

চাষ করা জমিতে বীজ বপন যন্ত্রটি ব্যবহার করার আগে জমি ভালভাবে চাষ করে মই দিয়ে সমান করে নিতে হবে। ফ্লুটেড টাইপ বীজ বপন যন্ত্রের জন্য রোটাভেটরের প্রয়োজন নেই বলে এর লিভারটি নিউট্রাল অবস্থানে রাখতে হবে। পাওয়ার টিলারের টেইল হুইল খুলে রোটাভেটরের পিছনে নাট বোল্ট দিয়ে যন্ত্রটি লাগাতে হবে। ইনক্লাইন্ড প্লেট বীজ বপন যন্ত্রের জন্য রোটাভেটর খুলে যন্ত্রটি পাওয়ার টিলারের সঙ্গে সংযুক্ত করতে হবে। ফসল অনুযায়ী সারি থেকে সারির দূরত্ব ও গভীরতা ঠিক করুন। জমির এক প্রান্তে (উত্তর বা দক্ষিণ হলে ভাল হয়) পাওয়ার টিলার নিয়ে এবং বীজ বপন যন্ত্রে পরিমাণমতো বীজ ঢেলে দিতে হবে। পাওয়ার টিলারের গিয়ার ২ নম্বরে রেখে (গতি ২ থেকে ২.৫ কিমি/ঘন্টা) যন্ত্রটি চালানো শুরু করতে হবে এবং প্লাষ্টিক টিউবের মধ্যে দিয়ে সারিতে ঠিকমতো বীজ পড়ছে কিনা তা লক্ষ্য করতে হবে। জমির শেষ মাথায় গিয়ে পাওয়ার টিলার ঘুরানোর সময় এর হাতলের সাহায্যে বপন যন্ত্রটি উঁচু করে ঘুরিয়ে এবং পাশের সারিতে বীজ বোনা শুরু করতে হবে। মিটারিং ডিভাইজ যাতে ঠিকমতো ঘুরে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

সার ব্যবস্থাপনা:

যন্ত্রটি মাঠে নামানোর পূর্বে জমিতে সকল প্রকার রাসায়নিক সার ছিটিয়ে নিতে হবে। দানাদার সার মেশিনের সাহায্যে সরাসরি দেয়া যায়।

Type of inclined plate seed meter for different crop seeds: বীজের হার:

Sl No. Name of crops Inclined plate type Seed rate (Kg/ha) Seeding capacity (ha/hr)
1. Wheat 35 120 0.12-0.15
2. Mungbean 40 25
3. Rice 40 25-30
4. Chickpea 35 25-30
5. Maize 24 (Winter)
21 (Summer)
22-24
ক্রমিক নং. ফসলের নাম ইনক্লাইন্ড প্লেটের ধরণ বীজের হার কেজি/হেক্টর বপন ক্ষমতা হেক্টর/ঘন্টা
১. গম ৩৫ খাঁজ ১২০ ০.১২-০.১৫
২. মুগডাল ৪০ খাঁজ 25
৩. ধান ৪০ খাঁজ 25-30
৪. ছোলা ৩৫ খাঁজ 25-30
৫. ভূট্টা ২৪ (রবি),
২১ (খরিফ)
22-24

রক্ষণাবেক্ষণ:

কাজ শেষে বক্স খালি করতে হবে এবং যন্ত্রটির রোলার, ফাল, ইত্যাদি পানি দিয়ে পরিস্কার করতে হবে। ঘুর্নায়মান অংশগুলিতে সময় সময় মবিল গ্রীজ দিতে হবে। মৌসুম শেষে সীডার অংশটা টিলার থেকে আলাদা করে গিয়ার বক্স এর ফাকা অংশ পরিস্কার পলিথিন দিয়ে জড়ায়ে রোদ, বৃষ্টি মুক্ত শুকনা জায়গায় রাখতে হবে।

পরীক্ষার ফলাফল:

শস্য গম, ভুট্টা, পাট, ধান, তৈলবীজ ও ডাল জাতীয় শস্য।
বীজের মাত্র নিয়ন্ত্রণযোগ্য।
প্রশস্ততা ৬০-১২০ সেমি।
গভীরতা ২-৪ সেমি (নিয়ন্ত্রণযোগ্য)।
গতিবেগ ২-২.৫ কিমি/ঘন্টা।
প্রয়োজনীয় শ্রমিক ৬-৮ জন ঘন্টা/হেক্টর।
দক্ষতা ৭০ শতাংশ।
কার্যক্ষমতা ০.১৫-০.২০ হেক্টর/ঘন্টা (ফ্লুটেড টাইপ)
(৩৭-৫০ শতাংশ/ঘন্টা)।
০.১৬-০.২৫ হেক্টর/ঘন্টা (ইনক্লাইন্ড প্লেট টাইপ)।
(৪০-৬২ শতাংশ/ঘন্টা)।
Author: Dr. Md. Israil Hossain, BARI, Joydebpur, Gazipur. তথ্য সূত্র: ড. মো: ইস্রাইল হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর [www.afaci.org]