Agri-Advisory Portal কৃষি পরামর্শক বাতায়ন
Agri-Advisory Portal কৃষি পরামর্শক বাতায়ন
Bangladesh Agricultural Research Council (BARC) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
Bangladesh Agricultural Research Council (BARC) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
Ministry Of Agriculture কৃষি মন্ত্রণালয়
Ministry Of Agriculture কৃষি মন্ত্রণালয়

Main characteristics: বৈশিষ্ট্য:

  • BARI potato planter machine used in small land
  • Two wheel tractors (power tiller) are used as main drive unit of potato planter. Generally12 hp power tiller is used.
  • পাওয়ার টিলারকে কাজে লাগিয়ে আলু রোপণ মেশিন তৈরি করা হয়েছে যা আকারে ছোট এবং সহজে ব্যবহার করা যায়।
  • আলু রোপণ মেশিন চালানোর জন্য ১২ হর্স পাওয়ারের পাওয়ার টিলার নির্বাচন করতে হবে। তবে ডংফেং পাওয়ার টিলার উত্তম।
  • Potato planter was 11 pairs of potato cups fixed on a 40 mm flat belt, forming an endless loop.
  • The cup size is 40 mm and cups were positioned 110 mm apart from each successive cup to provide the recommended 250 mm spacing for planting whole potato seeds and 160 mm spacing for cut piece seeds.
  • Twenty four rotary blades are attached to the planter for satisfactory bed formation by the two wheel tractor. The blades arrangement constituted of 12 blades which arranged from left to right way and other 12 blades right to left. Rotating blades create a furrow after tillage operation. Metering devices pick potato one after another and place them at pre determined distance.
  • Bed maker creates bed and covers the potato seeds. This planter can make bed and plant potato simultaneously.
  • পাওয়ার টিলারের ঘুর্ণায়মান ফাল পুনবিন্যাস করে ২৪ টি ফাল সংযোগ করা হয়েছে। যার ১২ টি ফাল বাম থেকে ডানে এবং ১২ টি ফাল ডান থেকে বামে মুখ করে সাজানো থাকে। ঘুর্ণায়মান ফাল জমি চাষ করে ফারো তৈরি করে।
  • কাপের আকৃতি ৪০ মিমি এবং ১১০ মিমি পর পর কাপগুলি বসানো থাকবে যাহা ২৫০ মিমি দূরত্ব হবে। আস্তবীজ এবং কাট পিসের জন্য ১৬০ মিমি।
  • মিটারিং ডিভাইচ একটা করে আলু তোলে নিদিষ্ট দুরে স্থাপন করে, বেড মেকার বেড তৈরি ও ঐ আলু বীজ ঢেকে দেয়।
  • এক সঙ্গে আলু রোপণ এবং বেড তৈরি করে।

Specification of the BARI potato planter: মেশিনটির পরিচিতি:

Parameters Specification
Dimension (length x width x height) 800 x 700 x 950 mm
Mechanism of potato planting Cup type
Number of row 1
Number of metering cup 10 pairs
Furrow to furrow Distance 60 cm ( whole potato seed )
55 cm ( cut piece seed )
Seed to seed distance 20-22 cm ( whole potato seed )
15- 16 cm (cut piece seed )
Height of the bed 150 mm
Number of blade 24
Power transmission Chain and sprocket
Source of power Power tiller (12 hp )
Capacity 0.01 ha / h
Price Tk. 40,000 (without power tiller )
নাম মেশিনের নমুনা সমূহ
মাপ (র্দৈঘ্য×প্রস্থ×উচ্চতা) ৮০০×৭০০×৯৫০ মিমি
আলু রোপণ ম্যাকানিজম কাপ টাইপ
আলু রোপণ সারির সংখ্যা
ফারো থেকে ফারো দুরত্ব ৬০ সেমি (আস্ত আলু বীজ),
৫৫ সেমি (কাট পিচ বীজ)
বীজ থেকে বীজের দুরত্ব ২০-২২ সেমি ( আস্ত আলু বীজ),
১৫-১৬ সেমি (কাট পিচ বীজ)
বেড উচ্চতা ১৫০ মিমি
কাপের সংখ্যা ১০ জোড়া
ফালের সংখ্যা ২৪ টি
চালনা শক্তি পাওয়ার টিলার (১২ হর্স পাওয়ার)
পাওয়ার ট্রান্সমিশন চেইন এন্ড স্প্রোকেট
কার্যকারী ক্ষমতা ০.০১ হেক্টর/ঘন্টা

Advantages of potato planter: যন্ত্রের সুবিধা:

  • It can reduce time of planting, cost and plant more area within short period of time
  • Potato can be planted in 5-6 bigha of land per day by one driver and one helper.
  • It reduces labour dependency.
  • Cost of potato planting in one hectare of land is Tk. 4804 / ha whereas Tk. 14,740 / ha for manual planting which reduces 67 % of planting cost
  • Four persons are required for planting of potatoes in one hectare of land whereas 60 persons for manual planting.
  • অল্প সময়,অল্প খরচে, তাড়াতাড়ি অধিক পরিমাণ জমিতে আলু রোপণ করা যায়।
  • একজন ড্রাইভার ও একজন হেলপার মিলে এক দিনে ৫-৬ বিঘা জমিতে আলু লাগাতে পারে।
  • শ্রমিক নির্ভরশীলতা কমিয়ে দেয়।
  • মেশিনে এক হেক্টর জমিতে আলু লাগাতে ৬৭% খরচ সাশ্রয় হয়।
  • মেশিনে এক হেক্টরে ৪ জন অথচ হাতে লাগাতে শ্রমিক লাগে ৬০ জন ।

Precautions : করণীয় (সাবধানতা):

  • Tension of potato metering belt is in proper condition.
  • There is a proper adjustment of furrow opener and bed former cum furrow closer.
  • Same size of potato seeds should be selected where 30-35 mm of seed size is the best.
  • Half of the seed box is filled up with seeds and when metering belt is moving slowly potato seeds are to be held in the metering cup.
  • The wheels of power tiller are shifted according to furrow dimension so that measurement of wheels is proper to furrow.
  • আলু মিটারিং বেল্ট এর টেনশন ঠিক আছে কিনা পরখ করতে হবে।
  • ফারো ওপেনার এবং বেড র্ফমার-কাম-ফারো ক্লোজার এর এ্যাডজাষ্টমেন্ট ঠিক করতে হবে ।
  • একই মাপের বীজ আলু নির্বাচন করুন। ৩০-৩৫ মিমি. মাপের আলু বীজ উত্তম ।
  • বীজ বক্স অর্ধেক বীজ দিয়ে পূর্ণ করতে হবে এবং মিটারিং বেল্ট আস্তে আস্তে ঘুড়ায়ে মিটারিং কাপে আলু বীজ ধরিয়ে দিতে হবে ।
  • পাওয়ার টিলারের চাকা ভিতরের দিকে প্রয়োজন মাফিক সরিয়ে নিতে হবে যাতে করে ফারোর মাপের সাথে চাকার মাপ ঠিক থাকে।
  • চালানোর গতিবেগ ২.৪-৩.০ কিমি./ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে ।
  • পিকিং চেম্বারে সবসময় যেন বীজ মজুত থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে ।

Maintenance: রক্ষনাবেক্ষণ:

  • Seed box should be kept empty after the end of working period. Roller, belt, cutting blade and other parts to be washed by water.
  • Apply Mobil or grease in rotating parts time to time.
  • At the end of working season, planter to be released from power tiller and keep it dry place and away from direct rain and sunshine. It is also necessary to warp the hole of the gear box by clean polythene sheet.
  • কাজ শেষে বক্স খালি করতে হবে এবং যন্ত্রটির রোলার, ফাল, ইত্যাদি পানি দিয়ে পরিস্কার করতে হবে।
  • ঘুর্নায়মান অংশগুলিতে সময় সময় মবিল গ্রীজ দিতে হবে।
  • মৌসুম শেষে আলু রোপণ অংশটা টিলার থেকে আলাদা করে গিয়ার বক্স এর ফাঁকা অংশ পরিস্কার পলিথিন দিয়ে জড়িয়ে রোদ, বৃষ্টি মুক্ত শুকনা জায়গায় রাখতে হবে।
Author: Dr. Md. Israil Hossain, BARI, Joydebpur, Gazipur. তথ্য সূত্র: ড. মো: ইস্রাইল হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর [www.afaci.org]