Agri-Advisory Portal কৃষি পরামর্শক বাতায়ন
Agri-Advisory Portal কৃষি পরামর্শক বাতায়ন
Bangladesh Agricultural Research Council (BARC) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
Bangladesh Agricultural Research Council (BARC) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
Ministry Of Agriculture কৃষি মন্ত্রণালয়
Ministry Of Agriculture কৃষি মন্ত্রণালয়

Main characteristics: বৈশিষ্ট্য:

  • The machine can easily be fabricated in any local engineering workshop. স্থানীয় কাঁচামাল দিয়ে স্থানীয় প্রকৌশল কারখানায় যন্ত্রটি তৈরি করা যায়।
  • The fabrication, operation and repair maintenance of this machine is very easy. যন্ত্রটি পরিচালনা, রক্ষনাবেক্ষণ ও মেরামত খুবই সহজ।
  • The operating cost is lower due to higher capacity of the machine. যন্ত্রটি উচ্চক্ষমতা সম্পন্ন হওয়ায় মাড়াই খরচ খুবই কম।
  • The machine is made of MS angle bar, MS flat bar, high speed steel square bar, bearing, MS sheet, V-belt, V-pulley. যন্ত্রটি এমএস অ্যাংগলবার, রড, ফ্লাটবার, হাইস্পীড স্টীল স্কয়ারবার, বিয়ারিং, এমএস শীট, ভি-বেল্ট, ভি-পুলি ইত্যাদি দিয়ে তৈরি।
  • The machine has four iron wheels so it is easily movable. যন্ত্রটির চারটি চাকা থাকায় যন্ত্রটি স্থানান্তর করা খুবই সহজ।
  • Its capacity is 35 ton/h. It is suited for the small & medium cultivators of maize. এ যন্ত্র ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের উপযুক্ত। এর কার্যক্ষমতা ৩৫ টন/ঘন্টা।

Working Principal: কার্যপ্রণালী:

Before threshing, husk cover should be removed and well dried in sun otherwise capacity of threshing and grains quality deteriorates. All husked cobs should be placed in one place. Maize sheller machine should be placed in open flat and then start engine. In this situation, cobs needs to be placed in feeding hopper and enter in threshing cylinder by hand. Grains are to be separated and placed in tray in front of soil and residues to be separated in quite distance. Grains are to be filled up in sacks by bucket at an interval. মাড়াই করার আগে ভূট্টার মোচার খোসা ছাড়িয়ে ভাল করে শুকিয়ে নিতে হবে, তা না হলে মাড়াই ক্ষমতা ও দানার গুণগত মান কমে যায়। মাড়াই শুরু করার আগে ভূট্টার মোচাগুলি এক স্থানে জমা করে রাখতে হবে। মাড়াই যন্ত্রটি ভূট্টা জমাকৃত স্থানে সমতল খোলা জায়গায় বসিয়ে ইঞ্জিন চালু করতে হবে। এ অবস্থায় ঝুড়িতে করে ভূট্টার মোচা ফিডিং হপারে ঢেলে দিয়ে পরিমাণ মতো মোচা হাত দিয়ে মাড়াই সিলিন্ডারে প্রবেশ করাতে হবে। ভূট্টার দানা মোচা থেকে পৃথক হয়ে যন্ত্রের নিচে অবস্থিত ট্রের মাধ্যমে সামনের দিকে মাটিতে পড়ে যাবে এবং অবশিষ্টাংশ আউটলেট চিউট দিয়ে দূরে নিক্ষিপ্ত হবে। যন্ত্রের সামনে জমাকৃত ভূট্টার দানা কিছুক্ষণ পরপর ঝুড়িতে করে বস্তায় ভর্তি করতে হবে।

Specification of BARI Power maize sheller:

Parameters নাম : Specification বারি শক্তিচালিত ভূট্টা মাড়াই যন্ত্র
Dimension মাপ : 200 × 100 × 180 cm (Large)
100 × 80× 145 cm (Small)
২০০×১০০×১৮০ সেমি (বড়),
১০০×৮০×১৪৫ সেমি (ছোট)
Weight ওজন : 110 kg (Large)
75 kg (Small)
১১০ কেজি (বড়),
৭৫ কেজি (ছোট)
Power requirement প্রয়োজনীয় শক্তি : 12 hp engine (Large)
10 hp engine (Small)
১২ অশ্বশক্তির ইঞ্জিন (বড়),
১০ অশ্বশক্তির ইঞ্জিন (ছোট)
Shelling capacity মাড়াই ক্ষমতা : 2.5-3 ton /h (Large)
1-1.5 ton /h (Small)
২.৫-৩.০ টন/ঘন্টা (বড়),
১.০-১.৫ টন/ঘন্টা (ছোট)
Labor required প্রয়োজনীয় শ্রমিক : 3-4 ৩ থেকে ৪ জন
Price (Large)
Price (Small)
: Tk. 45,000/- (without engine)
Tk. 35,000/- (without engine)

Advantages: সুবিধাবলী:

  • Negligible percentage of grain damage.
  • The machine has a very high efficiency so ensures higher profit of the producer.
  • Repair and maintenance of this machine is very easy.
  • প্রচুর পরিমান ভূট্টা অল্প সময়ে মাড়াই করতে সক্ষম।
  • ভরা মৌসুমে সময় ও শ্রমিক নির্ভরতা কমায়।
  • দানা ভাঙ্গার হার নেই বললেই চলে।
  • যন্ত্রের অতি উচ্চ কার্যদক্ষতা থাকার দরুণ ভূট্টা চাষীর লাভের পরিমান বৃদ্ধি পায়।
  • যন্ত্রের রক্ষনাবেক্ষণ ও মেরামত খুবই সহজ।

Maintenance: রক্ষনাবেক্ষণ:

  • The machine has to be properly cleaned after shelling is done.
  • The machine has to be kept at a dry place far from direct sunlight and rain water.
  • After cleaning the machine should be covered with polythene sheet.
  • মাড়াই কাজ শেষ হওয়ার পর যন্ত্রকে ভালভাবে পরিস্কার করতে হবে।
  • মেশিনকে শুকনা স্থানে সরাসরি সূর্যের আলো ও বৃষ্টির পানি থেকে দূরে সংরক্ষণ করতে হবে।
Author: Dr. Md. Israil Hossain, BARI, Joydebpur, Gazipur. তথ্য সূত্র: ড. মো: ইস্রাইল হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর [www.afaci.org]