Development of Upazila Land Suitability Assessment and Crop Zoning System of Bangladesh ডেভেলপমেন্ট অব উপজেলা ল্যান্ড সুইটেবিলিটি এসেসমেন্ট অ্যান্ড ক্রপ জোনিং সিস্টেম অব বাংলাদেশ
Presently, the country is facing many different challenges like rapid population growth, loss of arable land, minimizing yield gaps, increasing resource use efficiency and developing resilience to climate change impacts. So, there is an urgent need to develop more efficient and sustainable agricultural production systems for raising productivity, profitability and higher growth. বর্তমানে দেশের কৃষি ব্যবস্থা বহুবিধ চ্যালেঞ্জের সম্মুখীন যেমন, দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি, আবাদযোগ্য জমি হ্রাস, গবেষণার সাথে মাঠ পর্যায়ে ফলনের পার্থক্য, ভূমি ও মৃত্তিকা সম্পদ এবং কৃষি উপকরণের কার্যকর ও সঠিক ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি। এজন্য ফসলের অধিকতর উৎপাদনশীলতা, লাভজনকতা এবং অধিক উৎপাদন নিশ্চিত করতে একটি দক্ষ এবং টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা জরুরি প্রয়োজন।
Realizing the importance of the problem, Bangladesh Agricultural Research Council (BARC) under financial support from Krishi Gobeshona Foundation (KGF) is carrying out investigation in assessing the land potential for high agricultural output under different crops/cropping patterns in the selected upazilas. Thus, upazila land and soil information along with climate and inundation is an important component of the project. Socio-economic component considered to be an influencing factor for adoption of agricultural technology in the farmer’s field is also considered. Read More... বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর অর্থায়নে ৩০০ টি উপজেলায় শস্য/ শস্য বিন্যাসের অধিকতর উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে সম্ভাব্য ভূমি সনাক্তকরণ ও ক্রপ জোনিং এর কার্যক্রম বাস্তবায়ন করছে। ভূমির উপযোগিতা নিরুপন ও ক্রপ জোনিং এর জন্য ভূমি ও মৃত্তিকা, জলবায়ু এবং প্লাবনের তথ্য প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। চাষী পর্যায়ে কৃষি প্রযুক্তি গ্রহণ করার ক্ষেত্রে আর্থ-সামাজিক অবস্থা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিধায় ফসলের আর্থিক লাভ বিষয়ক তথ্য বিবেচনা করা হয়েছে। আরও পড়ুন...
About Agri-Advisory Portal কৃষি পরামর্শক বাতায়ন সম্পর্কে
agri-advisory portal developed under Crop Zoning Project of Bangladesh Agricultural Research Council is an ICT enabled bi-lingual platform for demand-driven technology information and advisory services in agriculture. Also, it acts as a gateways to knowledge based information related to agriculture and allied discipline. Further, it will provide platform for all stakeholders (farmers, private sector and the Government, research scholars) to access information, avail services, collaborate and share knowledge. The ultimate goal of this portal is to integrate agricultural stakeholders together for better production planning for farmers and other agricultural producers. Also the Read More... কৃষি-পরামর্শক বাতায়ন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) কর্তৃক বাস্তবায়িত ক্রপ জোনিং প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে। এটি আইসিটিভিত্তিক একটি দ্বৈত ভাষার প্ল্যাটফর্ম যার মাধ্যমে প্রয়োজন মাফিক কৃষি প্রযুক্তি বিষয়ক পরামর্শমূলক সেবা পাওয়া যাবে। এটি কৃষি এবং কৃষিক্ষেত্রের সংগে সংশ্লিষ্ঠ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রাপ্তির গেটওয়ে হিসেবেও কাজ করবে। এছাড়াও, , কৃষি-পরামর্শক বাতায়নটি কৃষক, বেসরকারী প্রতিষ্ঠান, সরকারী সংস্থা, গবেষক এবং অন্যান্য উপকারভোগিদের জন্য প্রয়োজনীয় তথ্য প্রাপ্তি, গুরুত্বপূর্ণ তথ্য প্রাপ্তিতে সহযোগিতা এবং তথ্য বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। উক্ত কৃষি পরামর্শক বাতায়নটির চূড়ান্ত লক্ষ্য হলো, কৃষি উপকারভোগির সমন্বয়ের মাধ্যমে কৃষক এবং কৃষি উৎপাদন সংশ্লিষ্ট অন্যান্য পর্যায়ে উৎপাদন পরিকল্পনায় সহায়তা করা। এছাড়াও, আরও পড়ুন...
About Crop Zoning Information System (CZIS) ক্রপ জোনিং সফটওয়্যার সম্পর্কে (CZIS)
CZIS is a web GIS based system developed for providing crop suitability information to different stakeholders including farmers on the choice of rotation of their crops that ensures the increase of food production and maximizes income. It is composed of a number of functional module i.e. edaphic, agro-climate, inundation and economic factors. In CZIS, upazila land and soil resources database (1:50,000 scale) is used considering its importance toward local level agricultural production planning. The analysis is carried out to assess bio-physical limitations in order to derive production potential of crops/cropping patterns. Alongside, the socio-economic considerations is also taken into account thus providing a spatial and integrated ecological-economic planning approach toward sustainable agricultural development. Read More... CZIS একটি ওয়েব জিআইএস ভিত্তিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে কৃষক এবং অন্যান্য উপকারভোগি সংস্থাগুলো প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শস্য/শস্য বিন্যাসের উপযুক্ততার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন, যা খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং অধিক আয় নিশ্চিত করার ক্ষেত্রে সহায়ক হবে। এটি বেশ কয়েকটি কার্যকরী মডিউল যেমন, ভূমি ও মৃত্তিকা, কৃষি-জলবায়ু, প্লাবন এবং অর্থনৈতিক বিষয়াবলির সমন্বয়ে গঠিত। CZIS এ স্থানীয় পর্যায়ে কৃষি উৎপাদন পরিকল্পনার গুরুত্ব বিবেচনা করে উপজেলা ভূমি এবং মৃত্তিকা সম্পদ ডাটাবেস (১:৫০,০০০ স্কেল) ব্যবহার করা হয়েছে। এখানে বায়োফিজিক্যাল লিমিটেশন এর মূল্যায়ন করে সঠিক শস্য/ শস্য বিন্যাসের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করা যাবে। পাশাপাশি, স্থানিক এবং একটি সমন্বিত পরিবেশগত-অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিতকরণের জন্য আর্থ-সামাজিক বিষয়টিও বিবেচনায় নেয়া হয়েছে। আরও পড়ুন...
Services সেবাসমূহ
-
Crop Suitability ফসলের উপযোগিতা
Upazila Based Suitable Crops উপজেলা ভিত্তিক উপযোগি ফসল এলাকা
View service details পরিষেবার বিস্তারিত দেখুন -
Soil Health মাটি স্বাস্থ্য
Soil fertility status and other chemical properties maps of Upazila উপজেলার মাটির উর্বরতার অবস্থা এবং অন্যান্য রাসায়নিক বৈশিষ্ট্যের মানচিত্র
View service details পরিষেবার বিস্তারিত দেখুন -
Crop Economics শস্য অর্থনীতি
Information on upazila wise crop and cropping pattern with Gross Margin (GM) and Benefit cost ratio (BCR) গ্রস মার্জিন (জিএম) এবং বেনিফিট কস্ট রেশিও (বিসিআর) সহ উপজেলাভিত্তিক ফসল এবং ফসল বিন্যাস সম্পর্কিত তথ্য
View service details পরিষেবার বিস্তারিত দেখুন -
Agri GeoLink
Maps and shapefiles of AEZ, Climate, Administrative boundaries and other features
View service details পরিষেবার বিস্তারিত দেখুন
- Season wise Land specific Suitable Crop ফসল মৌসুম অনুযায়ী ভূমির উপযোগি ফসল
- Crop-wise Fertilizer Recommendation based on Soil Fertility Status মাটির উর্বরতামান অনুযায়ী ফসলভিত্তিক সার সুপারিশ
- Upazila based Suitable Crop area উপজেলা ভিত্তিক উপযোগি ফসল এলাকা
- Crop Varieties, Yield & Duration ফসলের জাত, ফলন ও জীবনকাল
- Upazila Cropping Pattern উপজেলা ফসল বিন্যাস
- Crop Production Technology ফসল উৎপাদনের প্রযুক্তি
Success Story সাফল্যের কাহিনি
-
Floating Agriculture Technology ভাসমান কৃষি প্রযুক্তি
-
Vermicompost Production Technology ভার্মিকম্পোস্ট উৎপাদন প্রযুক্তি
-
Hhydroponic Farming Practices হাইড্রোপনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি কাজ
-
Roof Garden ছাদ বাগান
-
Successful farmers in group based vegetable production গ্রুপভিত্তিক সবজি উৎপাদনে সফল কৃষক